Header Ads

Header ADS

সাবানে ফেনা হয় কেন  ? ফেনার রঙ সবসময় সাদা হয় কেন।।?


সাবান আমরা সবাই চিনে থাকবো।এটর সাথে পরিচিত নয় এমন লোক হয়তো খুজে পাওয়া মুশকিল।আমরা গোসল করার সময় সাবান ব্যবহার করি।এছাড়াও কাপড় পরিষ্কার করতেও সাবানের ব্যাপক ভূমিকা আছে।তো আমরা যখন সাবান ব্যবহার করি তখন দেখে থাকবো যে সাবানের ফেনা সবসময় সাদা হয়।সাবান বিভিন্ন রঙের হয়।কিন্তু সাবানের ফেনা সবসময় সাদাই হয়।আমাদের মনে এই নিয়ে প্রশ্ন থাকতে পারে। যে কেন এমনটা হয়।।? তো চলুন প্রশ্নের সমাধান করে ফেলা যাক।

সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট ও পটাশিয়াম স্টিয়ারেটের কারণেই তৈরি হয় সাবানের ফেনা। কিন্তু এর রঙ সবসময় সাদা হয় কেন।।?যেখানে সাবানের রঙ হয় নানা রকমের গোলাপি, লাল ইত্যাদি।

সাবান যখন গলে যায় তখন পানি, বাতাস অার সাবানের মিশ্রণে তৈরি হয় বুদবুদ। সাবনের ফেনা হলো ছোট ছোট বুদবুদের সমষ্টি। ফেনার মধ্যে যখন অালো প্রবেশ করে তখন তা ফেনার মধ্যে দিয়ে গিয়ে নানা দিকে প্রতিফলিত হতে থাকে। তাই সাবনের ফেনাকে স্বচ্ছ লাগে।অাসলে অালো এত দ্রুত যায় যে তাতে সব রঙই ভেঙে যায়।কোনো বস্তুর ক্ষেত্রে এমন হলে তার রঙ হয় সাদা।তাই সাবানের ফেনার রঙ সবসময় সাদা হয়। 

No comments

Powered by Blogger.