Header Ads

Header ADS

পৃথিবীর পঞ্চম মহাসাগর। আবিষ্কৃত হলো পৃথিবীর পঞ্চম মহাসাগর।পৃথিবীর পঞ্চম মহাসাগর কবে আবিষ্কৃত হলো।।?

RA TEACH

আমরা সবাই জানি যে মহাসাগর চারটি :- আটলান্টিক মহাসাগর , প্রশান্ত মহাসাগর , ভারত মহাসাগর ও উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর ।কিন্তু ইতোমধ্যেই আরেকটি নতুন মহাসাগর আবিষ্কমত হয়েছে।৮ জুন বিশ্ব মহাসাগর দিবসের দিন অাবিষ্কৃত হয়েছে এই মহাসাগর।এখন পৃথিবীতে মোট ৫ টি মহাসাগর বিদ্যমান।ন্যাশনাল জিওগ্রাফিকের কার্টোগ্রাফার-রা দক্ষিণ মহাসাগরকে গ্রহের ৫ম মহাসাগর হিসেবে চিন্হিত করেছেন এবং এর নাম দিয়েছেন সাদার্ন ওশান।

এখন পৃথিবীতে মোট ৫টি মহাসাগর রয়েছে।:- অাটলান্টিক মহাসাগর , প্রশান্ত মহাসাগর , ভারত মহাসাগর , উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর ও সাদার্ন ওশান মহাসাগর ।

No comments

Powered by Blogger.