Header Ads

Header ADS

ব্যাংককে ঋণের কারবারি বলা হয় কেন...?ব্যাংক কিভাবে টিকে থাকে...?ব্যাংক কি...?

RA TEACH

অামরা সবাই ব্যাংক অবচ্যই চিনে থাকবো।এবং এর ব্যবহার বা পরিচয় ও অনেকেই হয়তো জেনে থাকবো।ব্যাংকে অামরা অামাদের টাকা জমা রাখি।টাকার সিকিউরিটির জন্য।তাই না, তো চলুন অারো কিছু জেনে নেয়া যাক।৷৷ Let's go....

ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋন গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋন প্রদান করার প্রতিষ্ঠান।এই ব্যাংক অামাদের ঋণ দিয়ে থাকে।অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের অায় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে।কোনো কোনো জমাকৃত অর্থ থেকে জনসাধারণ সুদ হিসেবে অায় ও করে থাকে।ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা,উৎপাদনকারি,ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এধরণের ঋণের ওপর সুদ অাদায় করে।যদিও সুদ অামাদের ইসলাম ধর্মে হারাম করা হয়েছে।কারণ এর কারনে অনেক অশান্তি সৃষ্টি হয়।তো সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক  যে সুদ নেয় তার চেয়ে কম।সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা। মূলত এই মুনাফার উপর ভিত্তি করেই ব্যাংক টিকে থাকে।এই মুনাফা থেকেই ব্যাংক তার কর্মিদের বেতন, বোনাস এসব দিয়ে থাকে।এই মুনাফার কারণেই ব্যাংককে ঋণের কারবারি বলা হয়।

No comments

Powered by Blogger.