Header Ads

Header ADS

ফোন দিয়ে (Coding & web design)। পিসি ছাড়াই ওয়েব ডিজাইন।ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়াই ওয়েব ডিজাইন করুন খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়াই।।।

RA TEACH
অার নয় কোনো ঝামেলা এখন ওয়েব ডিজাইন হবে ফোন দিয়ে পুরা পিসির মতো করে।অামরা অনেকেই অাছি যারা কোডিং বা ওয়েব ডিজাইন করতে চাই।কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ না থাকার কারণে অামরা এই কাজটি করতে পারি না।এটা অামাদের এক বিসাল বড় সমস্যা। সমষ্স্যা যেহেতু অাছে এর উত্তর ও নিশ্চয় থাকবে।তো সেই উত্তর নিয়েই চলে এলাম অামি।তো এই কাজটি করার জন্য অাপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।৫-১০  এমবির অ্যাপ।তো অ্যাপস টি ডাউনলোড করার জন্য অাপনাকে প্লেস্টোরে গিয়ে সার্চবারে a code লিখে সার্চ দিতে হবে।নিচের স্ক্রিনশটের মতো।



তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর ইনস্টল হয়ে গেলে।অ্যাপসটি ওপেন করার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখা যাবে।
তারপর এইখানে অাপনি কোড লিখতে পারেন।তো অাপনাদের সুবিধার জন্য অামি কিছু কোড টাইপ করে অাপনাদের দেখাচ্ছি।

অার কোডের অাউটসাইড দেখার জন্য স্ক্রিনশট ফলো করুন।




তো এভাবেই অাপনি খুব সহজেই এখানে কাজ করতে পারেন।অার অ্যাপসটি অনেক ফাস্ট।অাপনি কাজ করে দেখতে পারেন।যদি এই ট্রিকসটি অাপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিয়েন।অার যদি কাজে না লাগে সেটাও বলবেন।
ধন্যবাদ...

2 comments:

Powered by Blogger.