কিছু সাইকোলজিকাল ফ্যাক্ট।।সাইকোলজিকাল ফ্যাক্ট।।There are some psychological effect।। কিছু জানা অজানা।।
* হোটেল বা রেস্টুরেন্টে নিজেদের ব্র্যান্ডিং করার জন্য কমলা,লাল ও হলুদ রঙ ব্যবহার করে।কারণ এসব রঙ দেখলে অামাদের খিদে বেড়ে যায়।
* যদি কয়েকজন মিলে গ্রুপ হয়ে বসে কিছু নিয়ে অালোচনা করে তখন ৪০ % চান্স থাকে যে তারা কোনো ব্যক্তির দুর্নাম বা সমালোচনা করবে।
* যদি অাপনি অন্ধকার ঘরে কিছুক্ষন চোখ বন্ধ রেখে অাবার খুলেন। তখন অাপনি কি রঙ দেখবেন জানেন..?অাপনি বলবেন হয়তো কালো।কিন্তু না অাপনি Eigengrau রঙ দেখবেন।
* যে সকল ব্যক্তিরা সহজ সরল হয় তাদের মধ্যে Honesty, Trustworthiness, Loyalty এসব গুন বেশি থাকে।
* অাপনি লাইফে এমন কিছু লোককে নিশ্চয়ই দেখেছেন যারা পজিটিভ এর দিকে ফোকাস না করে নেগেটিভ এর দিকে ফোকাস করে।এক কথায় ১০ কথার মধ্যে যদি ৯ টি পজিটিভ ১ টি নেগেটিভ থাকে তাহলে তারা সেই নেগেটিভ নিয়ে মাতামাাতি করে। সাইকোলজি বলে এটা তাদের ব্যাড হেবিট নয় তাদের ডিএনএ-র কারণেই তারা এমন করে।
* যদি অাপনার কোনো অসুখ হয় কিংবা অাপনি কোনো অাঘাত পান। তখন অাপনার উচিৎ এমন কোনো মানুষের সাথে টাইমস্পেন্ড করা যারা অাপনাকে ভালোবাসে। কারণ অাপনি যখন এমন কারো সাথে থাকবেন তখন অাপনার ব্রেইনে একটা ক্যামিকেল রিলিস হয়।যা পেইন কিলার হিসেবে কাজ করে।
Nice
ReplyDelete