Header Ads

Header ADS

Wi-Fi এর আবিষ্কারক কে..? Wi-Fi কেন এবং কখন আবিষ্কার করা হয়???

 

অামরা অনেকেই Wi-Fi ব্যবহার করি।কিন্তু এর ইতিহাস সম্পর্কে হয়তো কেউ কেউ জানি না।অাসলে Wi-Fi আবিষ্কার করেন অষ্ট্রিয়ান বংশদ্ভূত মার্কিন নারী অাবিষ্কারক Hedy Lamarr(1914-2000).মূলত হেডি লামার ছিলেন একজন বিখ্যাত মার্কিন অভিনেত্রী এবং সে সময়ের বিশ্বসুন্দরী।তিনি কোনো বৈজ্ঞানিক নন তবে প্রযুক্তি বিষয়ে অনেক দক্ষ ছিলেন ল্যামার।এই দক্ষতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুদের রেডিও কমিউনিকেশন জ্যামিং প্রতিরোধ করতে তিনি অাবিষ্কার করেন "ফ্রিকোয়েন্সি টু ফ্রিকোয়েন্সি জাম্প পদ্ধতি "।তারপর তৈরি করলেন সেন্ডার এবং রিসিভার জাম্প পদ্ধতি। যা ব্যবহার করলে কোনো শত্রু কখনো ফ্রিকোয়েন্সি ডিটেক্ট ও জ্যাম করতে পারবে না।তিনি এর নাম দিলেন " ফ্রিকোয়েন্সি হোপিং" যাকে পরবর্তীতে  Wi-Fi  (Wireless fidelity) নাম দেয়া হয়।


No comments

Powered by Blogger.