Header Ads

Header ADS

হেডফোন একনাগাড়ে কতক্ষণ ব্যবহার করা যায়....?হেডফোন বেশিক্ষন ব্যবহার করলে কি হয়...?

RA TEACH


অামরা সবাই কমবেশি হেডফোনের সাথে পরিচিত।অামরা প্রায় সবাই হেডফোন ব্যবহার করে থাকি।হয়তো খুব কম লোক পাওয়া যাবে যারা হেডফোনের সাথে অপরিচিত। হেডফোন অামরা বিভিন্ন কাজে ব্যবহার করি।যেমন : গান শুনতে,রেডও শুনতে, কথা বলতে।কিন্তু অামরা এর সঠিক ব্যবহার হয়তো অনেকেই জানি না।যার কারনে অামাদের কানের সমস্যা হয়।কিন্তু অামরা যদি এর সঠিক ব্যবহার জানি তাহলে হয়তো এর প্রতিকার করা সম্ভব।অামাদের কানের ভিতর এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। অামরা যদি একনাগারে ১ ঘন্টা হেডফোন কানে দিয়ে থাকি তাহলে সেই ব্যাকটেরিয়ার পরিমান ৭০০ গুন বৃদ্ধি পায়।তাই অামদের এমনটা করা উচিৎ নয়।অামরা একনাগারে ১ ঘন্টা হেডফোন ব্যবহার করবো না।এতে করে অামাদের কান সুস্থ থাকবে।

2 comments:

Powered by Blogger.