Header Ads

Header ADS

বোবাই ভূত কি....?ঘুমের মধ্যে অামাদের বোবা ধরে কেন...?

RA TEACH


অামরা যখন ঘুমাই তখন অামাদের উপর কি যেন একটা ভর করে।অামরা চিল্লাতে থাকি।কিন্তু কেউ শুনতে পায় না।এটা সবসময় হয় না। মাঝে মাঝে হয়।অাপনাদের জীবনেও হয়তো ঘটে থাকবে।যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই ওই সময়ের ফিলিংসটার ধারনা হয়তো অাছে।তো চলুন যেনে নেয়া যাক এতে বিজ্ঞান কি বলে।গ্রামাঞ্চলে এটিকে সাধারণত বোবাই ভূত বা বুকের উপর ছোট জীনের বাচ্চা ভর করেছে এসব বলে।কিন্তু চিকিৎসা বিজ্ঞানে একে Sleep paralysis বলে।ঘুমের মধ্যে এটি একধরনের সাময়িক প্যারালাইসিস বা অঙ্গপ্রত্যঙ্গের ঐচ্ছিক পেসির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।তো অাজ থেকে জানলাম যে এটা কোনো বোবাই ভূত না।

No comments

Powered by Blogger.