Header Ads

Header ADS

বাদুড় রাতে চলতে স্বাচ্ছন্দ বোধ করে কেন...?বাদুড় রাতে কিভাবে চলে....?

 

বাদুড় চোখে দেখতে পায় না,তাই উচ্চ কম্পাংকের শব্দ তৈরি করে এর প্রতিধ্বনি শোনার মাধ্যমে চলাচল করে।বাদুড় রাতে চলতে স্বাচ্ছন্দ বোধ করে। কারণ রাতের বেলা পরিবেশে শব্দের পরিমান অত্যন্ত কম থাকে।দিনের বেলা মানবসৃষ্ট ও অন্যান্য শব্দ বেশি থাকে,তাই এসময় বাদুর চলাচল করলে বাদুড় সৃষ্ট শব্দ ও অন্যান্য শব্দের উপরিপাতনের ফলে বাদুড়ের শব্দের ব্যতিচার ও বিকৃতি ঘটে।তাই দিনের বেলায় অাশেপাশের বস্তু সমূহের সঠিক অবস্থান নির্নয় করতে বাদুড়ের বেশ সমস্যা হয়,এ কারণেই এটি রাতের বেলা চলতে স্বাচ্ছন্দ বোধ করে। 

No comments

Powered by Blogger.